নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয়ে মো. মাহিম নামের ৭ বছরের একটি শিশু অপহরণকারিদের নিকট থেকে উদ্ধার করা হয়েছে এবং এর সাথে জড়িত মোঃ তাইজুল ইসলাম (২৯) ও মোঃ সবুজ (৩০) নামের দু’জনকে আটক করেছে শিবালয় থানা পুলিশ। এদেরকে মঙ্গলবার কোর্টে প্রেরণ করা হয়েছে।
গত ৫ জানুয়ারী বেলা অানুমানিক ১১টায় শিবালয় উপজেলার মেহেদীপুর গ্রামের বসত বাড়ীর পশ্চিম পাশের আওয়াজ ব্রীজের উত্তর পাশ এলাকা থেকে দুবৃত্তরা শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়।এ বিষয়ে গত ৬ জানুয়ারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয় বলে জানিয়েছেন শিবালয় থানার অফিসার ইনচার্জ এ,এম আব্দুলাহ আল মামুন।
শিবালয় থানার মামলা সুত্রে জানা যায়, গত ৫ জানুয়ারী উপজেলার মেহীদিপুর গ্রামের মো. আরিফুল ইসলামের বাড়ীতে স্থানীয় মহিলা মেম্বারসহ এলাকার মাতব্বর ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি গ্রাম্য সালিস হয়। গ্রাম্য সালিস শেষে আরিফুল ছেলে মোঃ মাহিম (৭)কে বাড়ীতে না পেয়ে আশে পাশের সকল বাড়ীতে খোজাখুজি করেও কোথাও খুজে পাননি।
পরবর্তীতে সে তাদের আশে পাশের নিকট আত্মীয়সহ সকল জায়গায় খোজাখুজি করেও তার ছেলের সন্ধান না পেয়ে মাইকিং করেন। এসময় আরিফের বাড়ীর পাশের দোকানদার মোঃ ছালামের স্ত্রী জানান যে, গত ০৫/০১/২০২৫খ্রিঃ তারিখ আনুমানিক দুপুর ১১.০০ ঘটিকার সময় মোঃ তাইজুল ইসলাম (২৯) সহ অজ্ঞাতনামা একজন আরিফুলের ছেলেকে তার বাড়ীর পশ্চিম পাশের আওয়াজ ব্রীজের উত্তর পাশ থেকে নিয়ে গেছে।
পূর্ব শত্রুতার জের ধরে মোঃ তাইজুল (২৯), পিতা- শাহ আলম খা, সাং লক্ষীপুর, থানা- মোল্লাদি, জেলা- বরিশাল, মোঃ সবুজ (৩০), পিতা- হাসান মন্ডল, সং চরকাটারী, ডাকঘর- বাঘুটিয়া, থানা- দৌলতপুর, জেলা- মানিকগঞ্জদ্বয় আরিফুলের ছেলেকে অপহরণ করিয়া তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটকিয়ে রাখে। গত ০৫/০১/২০২৫খ্রিঃ তারিখ অনুমান রাত্রী ১১.১৯ ঘটিকায় বাদীর ০১৬১৮৩৮৩৩৪৮ নম্বরে ০১৮৮৮৬৮৯৫৩৪ নম্বর থেকে ফোন করে জানান যে, আরিফের ছেলে মোঃ মাহিম(৭) তাদের নিকট আছে এবং ২ লক্ষ টাকা মুক্তিপন দিলে তাকে ছাড়িয়া দিবে। মুক্তিপনের টাকা না দিলে দুবৃত্তরা তার ছেলের ক্ষতি করিবে বলে হুমকি প্রদান করে। বলিয়া আশংকায় আছেন।
Leave a Reply