সাদেকুর রহমান, শিবালয় প্রতিনিধি: ২১ ফেব্রুয়ারী : মানিকগঞ্জের শিবালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বেলাল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজা রহমান খান জানু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম,এ কুদ্দুস(বিএ), ভাইস চেয়ারম্যান মিরাজ হোসেন লালন ফকির, শিবালয় থানা অফিসার ইনচার্জ রউফ সরকারসহ বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভার পূর্বে ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পরবর্তিতে পর্যাক্রমে শিবালয় উপজেলা প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি শিবালয় উপজলা শাখা, শিবালয় উপজেলা শিক্ষা অফিস, শিবালয় থানা পুলিশ, আনসার ব্যাটালিয়ান, আওয়ামীলীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠণ এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
Leave a Reply