সাদেকুর রহমান,শিবালয় প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ের যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো.শাহাবুদ্দিন খান (৫০)মো.আরিফুল ইসলাম হেলাল(৩৫)দু’জনকে আটক করে শিবালয় থানায় সোর্পদ করেছে রাজবাড়ির দৌলতদিয়ূা নৌ-পুলিশ।
বৃহস্পতিবার (৯জানুয়ারী) সকালে আটকৃতদেরকে মানিকগঞ্জ বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার অফিসার ইনচার্জ এআরএম আল মামুন।
জানা গেছে, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়ার বৈদ্যুতিক টাউয়ারের কাছে যমুনা নদী থেকে অবৈধভাবে কাটার মেশিন দিয়ে বা্লু উত্তোলন কালে গত ৮ জানুয়ারী রাতে উ্ক্ত দু্’জনকে আটক করে দৌলতদিয়া নৌ-পুলিশ।এসময় একটি লোহার তৈরী পুরাতন বালু কাটার ড্রেজার এবং তিনটি পুরাতন ইঞ্জিন, যার আনুমানিক মূল্য ৬৫ লাখ টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. শাহাবুদ্দিন খান (৫০) পিতামৃত-আব্দুল মান্নান, সাং-মাঝকাজিরচর, থানা- মেহেদিগঞ্জ, জেলা-বরিশাল এবং মো.আরিফুল ইসলাম হেলাল(৩৫),পিতা-আফতাব মোল্লা, সাং-রাজধরপুর, থানা-বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ি।
এ ব্যাপারে শিবালয় থানার অফিসার ইনচার্জ এআরএম আল মামুন বলেন, এদের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলন করে নদী ও নদীর তীরের ক্ষতি সাধন করার অপরাধে শিবালয় থানায় একটি মামলা দায়ের এবং আসামীদেরকে মানিকগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্য জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য একটি চিহ্নিত চক্র দীর্ঘদিন ধরে শিবালয়ের তেওতার আলোকদিয়ার যমুনা থেকে নির্বিঘ্নে বালু উত্তোলন করায় চরাঞ্চলের অনেক বাড়ি ঘর, ফসলী জমিসহ নান স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে দু’টি বৈদ্যুতিক টাউয়ার।
Leave a Reply