সাদেকুর রহমান,শিবালয় প্রতিনিধি: যোথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জের শিবালয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর)শিবালয় উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসুচীর আয়োজন করেন।
উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠণসহ নানাবিদ সংগঠণ গভীর শ্রদ্ধাভারে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালন করে থাকে।
দিবটির প্রথম প্রহরে তোপধ্বনি শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামীলীগ শিবালয় উপজেলা শাখার অঙ্গ সংগঠণ।
প্যারড গাউন্ডে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউর রহমান খান জানু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুর রহমান এবং শিবালয় থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহনুর এ আলম সালাম গ্রহন করেন।
এ সময় পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটদল কুচকাওয়াজ এবং শারীরিক কসরত প্রদর্শন করেন।
এছাড়া, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধা, যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে সম্বর্ধণা এবং উপহার প্রদান করা হয়।
শুক্রবার বিকেলে প্রীতি দশচিড়া কেন্দ্রীয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ ও মহিলাদের বালিশ খেলার আয়োজন করা হয়।সবশেষে সন্ধায় উপজেলা প্রশাসনের হল রুমে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply