নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ে সকালে গার্মেন্টসের শ্রমিক বহণকারী বাসের সাথে একটি ট্রাকের সংঘর্ষে ৩ নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২০ জন।দুর্ঘটনার পর পরই হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় আহতদেরকে উদ্ধার করে উথলী হাসপাতালে নেওয়া হয়।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল পোনে সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার বোয়ালীব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মানিকগঞ্জের তারাসিমা গার্মেন্টসের কর্মিবহণকারী বাসটি সকাল সাড়ে ৬টায় আরিচা থেকে ছেড়ে গার্মেন্টেসে যাবার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বরংগাইল হাইওয়ে থানার ওসি মো. ইব্রাহিম ।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বোয়ালী ব্রিজ এলাকায় বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাসপাতালে নেওয়ার পথে এক নারী গার্মেন্টেসকর্মী নিহত হন। আহত হন অন্তত ২০ জন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও দুই নারীকর্মী মারা যান।নিহতরা হলেন, বীথি আকক্তার (২৮) স্বামী-ইকবাল নারায়ণ তেওতা, ফুলি আক্তার (৩২) স্বামী-আব্দুল বাতেন সমেজ ঘর তেওতা, সাবিনা (২০) পিতা- আয়ুব আলী সমেজ ঘর তেওতা, শিবালয়, মানিকগঞ্জ। আহতদের মধ্যে উথলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জনকে ভর্তি করে ৮জনকে গুরুত্বর আহত অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। বাসটির ডান পাশের আংশ একেবারে দুমরে-মুচড়ে যায়। ট্রাকটি রাস্তার উত্তর পাশে একটি বৈদ্যুতিক লাইনের খুটিসহ খাদে পড়ে যায়।
বরংগাইল হাইওয়ে পুলিশের ওসি মো. ইব্রাহিম দুর্ঘটনায় তিনজনের প্রাণহানির সত্যতা নিশ্চিত করে বলেন, বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০জন। নিহত সকলের পরিচয় মিলেছে। এরা সকলেই গার্মেন্টেসকর্মী এবং শিবালয় উপজেলার তেওতা ও শিবালয় ইউনিয়েনের স্থানীয় লোক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
Leave a Reply