সাদেরকুর রহমান, শিবালয় প্রতিনিধি: শিবালয়ে দিনের বেলায় প্রাইভেটকার নিয়ে একদল ছিনতাইকারী নিজেদেরকে র্যাব পরিচয় দিয়ে বাবা-ছেলেকে জিম্মি করে প্রায় ৮ লাখ টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দুপুর আড়াইটার দিকে শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের দশচিড়া কবরস্থান এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
শিবালয় থানা পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার দুপুরে কৃষক তোরাপ আলী (৫০) ও ছেলে রুবেল (২৮) স্থানীয় অগ্রণী ব্যাংক আরিচা ঘাট শাখা থেকে ৫ লাখ ৪৫ হাজার টাকা ও সোনালী ব্যাংক শিবালয় শাখা থেকে আড়াই লাখ টাকা তুলে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি বিরাজপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার উলাইল ইউনিয়নের টেপড়া-উলাইল সড়কের দশচিড়া কবরস্থানের সামনে সিলভার কালারের একটি প্রাইভেটকার তাদের গতিরোধ করে।প্রাইভেকারে থাকা চারজন নিজেদের র্যাবের সদস্য পরিচয় দিয়ে তাদের কাছে গাঁজা (মাদক) আছে বলে দাবি করে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে নেয়।পরে তাদের কাছ থেকে সাত লাখ ৯৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে ঢাকা-পাটুরিয়া সড়কের নবগ্রাম ফায়ার সার্ভিস অফিস এলাকায় ফেলে রেখে যায়। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে পুলিশকে খবর দেন। এ ব্যাপারে ভুক্তভোগী তোরাপ আলী শিবালয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ-নূর এ আলম বলেন, এব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্ত করে দুস্কৃতিকারীদেরকে আটকের চেষ্টা চলছে।
Leave a Reply