নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে ভুট্রা ক্ষেতের পাশে আম গাছে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক বৃদ্ধের (৭২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেলে লাশ উদ্ধারের পর তা ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রউফ সরকার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাদ দিয়ে পুলিশ জানায়, উপজেলার আরুয়া ইউনিয়নের বড়রিয়া চকে জগৎ আলীর ভুট্রা ক্ষেতের পাশের আম গাছে ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারসহ সুরোতহাল রিপোর্ট তৈরী করেন।
পুলিশ আরো জানায়, বৃদ্ধ তার পরনের লুঙ্গী দিয়ে গাছের ডালে ফাঁসিতে ঝুলেছিল। তার গায়ে ক্রীম কালারের একটি পাঞ্জাবী ও শীতের জ্যাকেট ছিল। লাশের নাম-পরিচয় নিশ্চিতের জন্য আঙ্গুলের ছাপ নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।
Leave a Reply