নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয়ে আরিচা ফেরিঘাটে পারাপারের সময় সরকারি ৫শ বস্তা ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার পাচারকালে জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকসহ ট্রাকের চালক ও তার সহযোগীকেও (হেলপার) আটক করা হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে এই বিষয়টি নিশ্চিত করেছে শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ সার জব্দ করে পুলিশ।
আটককৃত ট্রাকের চালক ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাশীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ বাঠামারা এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে মোঃ বাবুল হোসেন। তার সহাযোগী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের মোঃ খলিলের ছেলে মোঃ আসলাম।
জানা যায়, এক অসৎ ব্যবসায়ী মুন্সিগঞ্জ জেলা মুক্তারপুর এলাকা থেকে নীলফামারির জলঢাকা উপজেলার মেসার্স রুস্তম এন্ড সন্স এর ডিলারের কাছে এই সার পাচার করা হচ্ছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে সার বোঝাই ট্রাকটিকে জব্দ করে পুলিশ।
এ বিষয়ে শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি একটি ট্রাকে করে সরকারি সার অবৈধভাবে পাচারকরা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে আরিচা ঘাট এলাকা থেকে সার বোঝাই ট্রাকটিকে জব্দ করি। চালক ও তার সহযোগী (হেলপার) সারের কোন প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে পারে নাই আমাদেরকে। এঘটনায় ট্রাকের চালক ও তার সহযোগীকে আদালতে পাঠানো হবে। এ বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
Leave a Reply