নিজস্ব প্রতিবেদক: ২০ মে ২০২৫
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মানিকগঞ্জের শিবালয়ের ৩নং শিবালয় মডেল ইউনিয়ন পরিষদে অসহায় দুস্থ্য ও হতদরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ( ২০ মে ) সকাল ১০টায় শিবালয় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ১০ কেজি করে ১হাজার ৬শ’ ১৪জন অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে এ চাল বিতরণ করা হয়।
এ চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন, দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের(কাবিখা-৩) এর সহকারি পরিচালক মোঃ শামসুল ইসলাম খান, মানিকগঞ্জ জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা আক্তার চৌধুরী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার মো: রফিকুল ইসলাম, শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের সচিব মো. হাবিল উদ্দিনসহ সকল ইউপি সদস্যগণ। সকলের সার্বিক সহযোগীতায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১০ কেজি করে উক্ত ভিজিএফ চাল সুন্দরভাবে বিতরণ করা হয়েছে। ঈদুল আযহার পূর্বে এ চাল পেয়ে খুশি অসহায় হত দরিদ্র মানুষেরা।
Leave a Reply