সাদেকুর রহমান,শিবালয় প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে পদ্মা- যমুনায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় ৭জনকে ৫দিন করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে শিবালয় উপজেলা কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মো. আনিসুর রহমান খান প্রত্যেক জেলেকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। একই সাথে জব্দকৃত ১২ হাজার মিটার কারেন জাল আগুণে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।অভিযানে জব্দকৃত ১৪০ কেজি ইলিশ দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, নিষিদ্ধ এ সময়ে নদীতে ইলিশ শিকার না করার জন্য মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন প্রতিদিন পদ্মা-যমুনার শিবালয়ের এরিয়ায় অভিযান পৃর্থক পরিচালনা করছেন।
এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে রাত পর্যন্ত নদীতে সমন্বিত অভিযান পরিচালনা করে সাত জেলেকে আটক করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ অভিযানে ছিলেন আমিসহ শিবালয় ইউএনও জাহিদুর রহমান ও উপজেলা মৎস্য অফিসার মো. জসিম উদ্দিন।
অভিযানে জব্দকৃত জাল ধ্বংস ও ইলিশ দুস্থ অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।
আটককৃত প্রত্যেক জেলেকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে আগামী ২ নভেম্বর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।
Leave a Reply