সাদেকুর রহমান, শিবালয় প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে জে,পি গ্রুপের নতুন অঙ্গ প্রতিষ্ঠান জে,পি ফ্লাওয়ার মিলের শুভ উদ্বোধন করেন জে, পি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলী মুরতজা পলাশ এবং সিইও বিক্রম আদিত্য রায়।
রবিবার বেলা ১১টায় উপজেলার আড়পাড়া এলাকায় উক্ত মিলের শুভ উদ্বোধন করা হয়।
এসময় শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মো.জাহিদুর রহমান, এ্যাসিল্যান্ড আনিছুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান রুনা আক্তার, শিবালয় থানার অফিসার ইনচার্জ মো.শাহনুর আলম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলী আহসান মিঠু, এস,এম বাবুল হোসেন বাবু, জাতীয় পার্টির নেতা রাজু আহাম্মেদ লাভলু, মহাদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাজাহান, উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আনিছুর রহমান,শিবালয় ৩নং মডেল ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান হাজী মো. আলাল উদ্দিন আলাল, জে,পি গ্রুপের ভাইস চেয়ারম্যান হাসিবুল হাসান পলক,জে,পি ফ্লাওয়ার মিলের ব্যবস্থাপনা পরিচালক অশোক কুমার দত্ত, শিবালয় ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. কাউছার মোল্লা, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতি’র সাবেক শিক্ষক নেতা নুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জে,পি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলী মুরতজা পলাশ বলেন, এলাকার মানুষের কর্মসংস্থানের লক্ষেই আরপাড়াতে এ ফ্লাওয়ার মিলটি স্থাপন করছি।এ ফ্লাওয়ার মিল আমার একার নয়, এটি এ এলাকার সকল মানুষের।তাই এটি’র নির্মাণ কাজে একান্তভাবে আপনাদের সকলের সহযোগীতা কামনা করছি।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনার দায়ীত্বে ছিলেন, সাংবাদিক বি,এম খোরশেদ।
Leave a Reply