শাহজাহান বিশ্বাস:মানিকগঞ্জের শিবালয়ে সড়ক-মহাসড়কে অটোরিক্সা চালকের গলায় ছুরি চালিয়ে গলা কেটে ছিনতাই, অপহরণ, খুন ও গুমের সাথে জড়িত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে শিবালয় থানা পুলিশ।
আজ ( ২৩ জানুয়ারী)বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিল ছোনাউটা গ্রামের শহিদের ছেলে প্রিন্স জমাদদার সজিব (২০), পাবনার সুজানগর উপজেলার দুলাই গ্রামের রহমান প্রমানিকের ছেলে মেহেদি হাসান মৃদুল (১৯) ও মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা গ্রামের ব্যাটারী ব্যবসায়ী কাউছার মিয়া (২৩)।
পুলিশ ও ভুক্তভোগী সুত্র জানায়, শিবালয় উপজেলার গোয়ালখালী গ্রামের আব্দুল মালেকের ছেলে অটো-রিক্সা চালক আব্দুল করিম (৪০) গত ৩০ ডিসেম্বর রাত ১১টার দিকে পাটুরিয়া ফেরি ঘাট থেকে ১৬০ টাকা ভাড়ায় অজ্ঞাত পরিচয় দু’যাত্রী নিয়ে উথলী বাসষ্ট্যান্ডে আসে। এখান থেকে যাত্রীরা পুনরায় পাটুরিয়া ঘাটের উদ্দেশ্য রওনা দিয়ে পথিমধ্যে কাশাদহ ব্রিজের নিকট মোবাইল ফোন সেট রাস্তায় পড়ে গেছে বলে চালককে অটো থামাতে বলে। অটো চালক করিম রিক্সা থামালে যাত্রীবেশী দুষ্কৃতকারীরা চালকের মাথা, ঘাড় ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অটো নিয়ে চম্পট দেয়। রক্তমাখা চালকের আত্নচিৎকারে পথচারীরা এগিয়ে এসে দ্রুত তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়।
শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম. আল-মামুন জানান, এ ঘটনায় মামলা হলে তথ্য-প্রযুক্তির সাহায্য ও সোর্সের সহায়তায় উপজেলার ঝড়িয়ারবাগ গ্রামের রহিজ উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া সজিব ও মেহেদিকে ২২ জানুযারী বুধবার রাতে আটক করা হয়। এদের জিজ্ঞাসাবাদে ছিনতাইকৃত অটো চালককে ছুরিকাঘাত ও ব্যাটারি বিক্রির তথ্য পাওয়া যায়। পরে এদের দেয়া তথ্যমতে কাউছারকে আটক ও ছিনতাইকৃত অটো উদ্ধার করা হয়। ধৃত আসামীরা সড়ক মহাসড়কে এমন ছিনতাই, অপহরণ, গুম ও খুনের সাথে যুক্ত বলে গুরুত্বপুর্ণ তথ্য মিলেছে বলে তিনি জানান।
Leave a Reply