1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ১৬ জুন ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন

শিবালয়ে গোলাঘর আগুনে পুরে ছাই, দগ্ধ হয়ে মারা গেল ২টি গরু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৪৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: ১৫ মে ২০২৫

মানিকগঞ্জের শিবালয়ে এক ভয়াবহ অগ্নিকান্ডে বসবাড়িতে গরু রাখার গোয়ালঘর পুরে ছাই হয়ে গেছে। এসময় ওই ঘরে থাকা একটি গাভিসহ দু’টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। এতে প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।

বৃহস্পতিবার ( ১৫ মে) রাত আনুমানিক পোনে ১টায় শিবালয় উপজেলার বড়বোয়ালী গ্রামের মৃত সৈয়দ মল্লিকের ছেলে  রঞ্জিত মল্লিকের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হক জানান, গভীর রাতে রঞ্জিত মল্লিকের বসতবাড়ির গোয়ালঘরে আগুণ লেগে পুরে ছাই হয়ে যায়। এসময় ওই ঘরে থাকা পেটে বাচ্চাসহ একটি গাভি ও একটি ষাড় গরু আগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।এতে তার প্রায় ৩ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। মশার কয়েল থেকে আগুণ লাগতে পারে বলে স্থানীয় অনেকেই মনে করছেন।

স্থানয়রা জানান অগ্নিকান্ডের খবর পেয়ে এবং আগুণের ধুয়া দেখে ও বাড়ির লোকজনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং শিবালয় ফায়ার সার্ভিসে ফোন দেয়া হয়। শিবালয় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে এলাকাবাসির সহযোগীতায় আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর মধ্যে গোয়ালঘর পুরে ছাই হয়ে যায় এবং ঘরে থাকা একটি গাভিসহ ২টি গরু আগুণে পুরে মারা যায়।

আগুণ নিয়ন্ত্রণে কাজ করতে আসা শিবালয় ফায়ার সাভির্সের দলনেতা মো. জয়নাল আবেদীন জানান, মশার কয়েল থেকে এ আগুণের সুত্রপাত হয়েছে বলে ধারণ করা হচ্ছে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং আগুণ নিয়ন্ত্রণে আনি। আগ্নিকান্ডের ঘটনায় গোয়ালঘরটি পুরে গেছে এবং ঘরে থাকা দু’টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। এতে প্রায় দুই লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে আর দুই লক্ষ টাকার মালামাল আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :