নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ে গর্ভবতী গাভী জবাই করে মাংস বিক্রির চেষ্টা করলে শিবালয় উপজেলা প্রশাসনের নেতৃত্বে মাংস ব্যবসায়ী উজ্জল হোসেনকে ৫০হাজার টাকা জরিমানা এবং ১২০কেজি মাংস জব্দ করে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।
শিবালয় বন্দর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস,এম রাজু হোসেন জানান,বন্দর বাজারের ব্যবসায়ী উজ্জল কসাই উপজেলার বরংগাইল কলেজের পূর্ব পাশের গ্রামের নিল চাঁন নামের এক গৃহস্থের বাড়ি থেকে গত সোমবার তিন মাসের গর্ভবতী একটি গাভী কিনে আনে। মঙ্গলবার সকালে মাংস বিক্রির উদ্দেশ্যে গাভীটি জাবই করলে তার পেট থেকে অপরিপক্ক একটি বাছুর বের হয়।এসময় স্থানীয় লোকজন মাংস বিক্রিতে বাধা দিয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করেন।
শিবালয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারি কমিশনার (ভুমি) এস,এম ফয়েজ উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে গর্ভবতী গাভী জবাই করে মাংস বিক্রির অপরাধে মাংস ব্যবাসায়ী উজ্জল হোসেনকে ৫০হাজার টাকা জরিমানা এবং মাংস জব্দ করে মাটিতে পুতে ক্যামিক্যাল দিয়ে ধ্বংস করে দেন।
মাংস ব্যাবসায়ী উজ্জল হোসেন বলেন, সোমবার বিকালে আমার পার্টনার মিরাজের মামা রতন কসাই বরংগাইল থেকে গাভিটি ৭৫ হাজার টাকা দিয়ে কিনে দেয়।গাভীটি গর্ভবর্তী ছিল কিনা এটা আমরা জানতাম না এবং তিনিও আমাদেরকে বলেননি।
শিবালয় উপজেলা সহকারি কমিশনার (ভুমি)এস,এম ফয়েজ উদ্দিন জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি শিবালয় বন্দর বাজারে গর্ভবর্তী একটি গাভী জবাই করে মাংস বিক্রির জন্য প্রদর্শন করা হয়েছে। গর্ভবর্তী গাভী অসুস্থ্য গরুর মধ্যে পড়ে।গর্ভবর্তী গরু জবাই করে মাংস বিক্রি করা নিষেধ থাকায় ওই মাংসের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে মাংস ব্যবসায়ী উজ্জল হোসেনকে ৫০হাজার টাকা জরিমানা করা হয় এবং ১২০কেজি মাংস জব্দ করে মাটিতে পুতে ধ্বংস করে দেওয়া হওয়েছে।
Leave a Reply