নিজস্ব প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার মান উন্নয়নের লক্ষে শিবালয় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন রা হয়। মানিকগঞ্জ-১ আসনের এমপি আলহাজ্ব সালাউদ্দিন মাহমুদ জাহিদ প্রধান অতিথি ছিলেন। কলেজ অধ্যক্ষ প্রকৌ: খোকন চন্দ্র দেবনাথ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম খান, উপজেলা নির্বাহী অফিসার বেলাল হোসেন, শিবালয় থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ সরকার, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এম এ কুদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী আহসান মিঠু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, উলাইল ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক রথীন সাহা।
Leave a Reply