নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের পাশে নবগ্রাম এলাকায় ইফাদ অটো সার্ভিস সেন্টারের অনুমোদিত ‘আলাল মটরস সার্ভিস’ সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় শিবালয় উপজেলার নবগ্রামে ‘আলাল মটরস সার্ভিস’ সেন্টারের শুভ উদ্ভোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অশোক লেল্যান্ড ইন্ডিয়ার হেড অফ সার্ক অমিতাভ শ্রীবাসতবা।
এসময় শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আলাল উদ্দিন আলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অশোক লেল্যান্ড ইন্ডিয়া, রিজিওনাল ম্যানেজার রওশন মেনন, ইফাত অটো সার্ভিসেস লিমিটেড, বাংলাদেশর হেড অফ আফটার মার্কেট তৌফিকুল ইসলাম প্রমুখ।
Leave a Reply