শিবালয় প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে বিএনপির অবৈধ হরতাল অবরোধ ও নৈরাজ্যের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব আব্দুর রহিম খানের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শান্তি সমাবেশ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাটুরিয়া ঘাটের বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি শান্তিপূর্ণ শোভাযাত্রা নিয়ে ঘাটের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় এসে সমাবেশ করেন নেতাকর্মীরা।
এসময় বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব আব্দুর রহিম খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিবালয় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মো. সিলিম মিয়া, ত্রাণ বিষয়ক সম্পাদক মো. বিল্লাল হোসেন, শিবালয় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম,শিবালয় উপজেলা আওয়ামীলীগের সদস্য মো.শহিদুল ইসলাম, দুলাল হোসেন, প্রকাশ কুমার পাল,যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আমজাত হোসেন, সদস্য রাকিবুল হাসান, মিজানুর রহমান মিন্টু, শিবালয় ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠণিক সম্পাদক হুমায়ন কবির, সদস্য নজরুল ইসলাম এবং সাবেক ছাত্রলীগ নেতা টিপু সুলতান, সদর উদ্দিন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সজিব প্রমুখ।
এ সময় আব্দুর রহিম খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি ও জামায়াত মিলে দেশটাকে আবার পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগ তা হতে দেবে না। আওয়ামী লীগ রাজপথে আছে এবং থাকবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ থেকে যাকে নৌকার টিকিট দেওয়া হবে আমরা তার জন্য মাঠে কাজ করব এবং বিপুল ভোটে নির্বাচিত করে এ আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেব ইনশাল্লাহ।
Leave a Reply