সাদেকুর রহমান, শিবালয় প্রতিনিধি: আরিচার ইতিহাসে এই প্রথম একসাথে আড়াইমণ গাজা উদ্ধার হয়েছে। শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট থেকে গত ২২ ডিসেম্বর র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব-৪ উক্ত পরিমান গাজা এবং এর সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গত ২১ ডিসেম্বর রাতে ব্যাব-৪ এর একটি দল মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার পাটুরিয়া টার্মিনাল এলাকা থেকে ১০১:৪৪ কেজি গাঁজাসহ ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, বি-বাড়িয়ার মো. সোহেল মিয়া (৩৩), মো: মিকাইল (৩৩), ইমরান মিয়া (১৮)। এরা দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের মাঝে বিক্রি করে আসছিল। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ র্ক্যাক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply