সাদেকুর রহমান, শিবালয় প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
সোমবার বিকেল থেকে সন্ধ্যা পযর্ন্ত তেওতা ইউনিয়নের নিয়ালপুর থেকে জাফরগঞ্জ পরযন্ত এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মোঃ আনিসুর রহমান।
এসময় যমুনা নদীর তীরে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দশটি ড্রেজার মেশিন ও অন্তত পাঁচ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।
অভিযানকালে ড্রেজার মালিক ও বালু ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার কারণে কাউকে জেল-জরিমানা করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানিয়েছেন, শিবালয়ের চিহ্নিত একটি চক্র দীর্ঘদিন ধরে উপজেলার আরিচা ঘাট থেকে জাফরগঞ্জ পর্যন্ত যমুনা নদীর তীরবর্তী এলাকায় অন্তত ১২টি স্পটে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিল।অসাধু ব্যাবসায়ীলা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উত্তোলন করা বালু বিভিন্ন এলাকায় পাইপের মাধ্যমে বিক্রি করে আসছিলেন তারা।
শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিছুর রহমান খান বলেন, ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করা গুরুত্বর অপরাধ।এটি বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Leave a Reply