নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয়ে অপারেশন ডেভিল হান্টে ৩জনকে আটক করেছে শিবালয় থানা পুলিশ।
আটক তিন জনকে আজ শনিবার ( ১০ মে ) সকালে মানিকগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে। গত ৯ মে ২০২৫ শিবালয় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে শিবালয় থানা পুলিশ কর্তৃক এই ০৩( তিন ) জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার কৃষ্ণদিয়া গ্রামের মোরারফ আলী মুন্সীর ছেলে উথলী ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদ (৬০), ধুতরাবাড়ি গ্রামের আব্দুল বারেকের ছেলে স্বপ্নীল হাসান রিন্টু(৩৩) এবং অন্বয়পুর গ্রামের আব্দুল বাতেনের ছেলে মোহাম্মদ কিবরিয়া হোসেন(৩৫) এরা আওয়ামীলীগের রাজনৈতিক পদধারী বিভিন্ন পরযায়ের নেতা।
Leave a Reply