নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয়ে অপহৃত স্কূল ছাত্রী উদ্ধার এবং এর সাথে জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে শিবালয় থানা পুলিশ।
মঙ্গলবার ( ৬ জানুয়ারী) এদেরকে গ্রেপ্তারের পর মানিকগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার অফিসার ইনচার্জ এআরএম আল মামুন।
মামলার সুত্রে জানা গেছে, মানিকগঞ্জের শিবালয়ে স্কুল ছাত্রীকে উদ্বার অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার টেপড়ী গ্রামের সোহরাব আলীর ছেলে সাজ্জাদ হোসেন(২৫) ওই স্কুল ছাত্রী স্কুলে যাওয়া আসার সময় প্রেম নিবেদন ও উত্ত্যক্ত করতে থাকে । গত ২ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে সে বাড়ির পাশে দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। সাজ্জাদের প্রেম প্রস্তাবে সে রাজি না হলে গত ২ ডিসেম্বর শিবালয় তার বসত বাড়ীর পূর্ব পাশে পাকা রাস্তার উপর হতে সোহরাব আলী(৬৫), পিতা-মৃত হামেদ আলী, সুইটি আক্তার(২৮), স্বামী-রাজ্জাক মিয়া ওরফে রাজা, সর্ব সাং-টেপড়ী, ইউপি-মহাদেবপুর, থানা-শিবালয়, জেলা-মানিকগঞ্জ এর সহায়তায় ওই স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অজ্ঞাতনামা অটোরিক্সা যোগে অপহরণ করিয়া অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
শিবালয় থানার অফিসার ইনচার্জ এআরএম আল মামুন বলেন,এব্যাপারে গত ১০ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।ভিকটিমকে উদ্ধার এবং দু’জনকে আটক করে গত ৬ জানুয়ারী আইনি প্রক্রিয়া শেষে কোর্টে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply