অনলাইন ডেস্ক: শনিবার সন্ধ্যা নাগাদ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই তথ্য জানিয়ে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান সময়ের আলোকে বলেন, বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা বা দুই দিনের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হতে পারে এই লঘুচাপ। এরপরের বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও জানান তিনি।
পঞ্জিকায় এখন বর্ষার মাঝামাঝি। আষাঢ় পেরিয়ে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে। অথচ তেমন বৃষ্টি নেই। বুধবার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে মাত্র ২৩ মিলিমিটার। অথচ রাজশাহীসহ বিভিন্ন জেলায় মৃদু তাপপ্রবাহ রেকর্ড করেছে অধিদফতর। এর পরিপ্রেক্ষিতে জানতে চাইলে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, মৌসুমি বৃষ্টিপাত কম, তাই গরম বেশি। বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে গরম কমে যাবে।
তিনি বলেন, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, ওড়িশা, বিহার, গাঙ্গেয় পশ্চিবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
অধিদফতর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে-খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
পূর্বাভাসে তাপপ্রবাহ প্রসঙ্গে বলা হয়েছে-রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ বৃহস্পতিবার ঢাকায় সূর্যোদয় ও সূর্যাস্ত যথাক্রমে ভোর ৫টা ২২ মিনিটে ও সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে হবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
Leave a Reply