অনলাইন ডেস্ক: স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা চালু হলো রাজশাহীর হাইটেক পার্কে। শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ স্টার সিনেপ্লেক্সের সপ্তম শাখাটির উদ্বোধন করেন। এ সময় সিনেপ্লেক্সটির চেয়ারম্যান মাহবুবর রহমান রুহেল, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনসহ স্থানীয় সাংসদ, নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
উদ্বোধন শেষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু হাইটেক পার্কে যেসব প্রযুক্তি সফটওয়্যার তৈরি হচ্ছে সেগুলো দেশের বাইরেও ব্যাপক কদর হচ্ছে। এসব কাজ করার পাশাপাশি সামান্যতম হলেও বিনোদন দরকার। সেই জায়গাটি তৈরি করেছে স্টার সিনেপ্লেক্স। আমার মন্ত্রণালয়ের অধীনে সিনেমা রয়েছে। তাই নতুন কোনো সিনেমা হল নির্মাণ হলে আমার ভালো লাগে।
এ সময় তিনি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বলেন, সিনেপ্লেক্স শুধু সিঙ্গেল স্ক্রিন নয়, ডাবল স্ক্রিনেরও ব্যবস্থা করা দরকার। যার ফলে কখনো কখনো বাংলা সিনেমা আবার কখনো অন্য দেশের সিনেমা চালানোও সম্ভব হয়।
স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, বরাবরের মতো নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে হলগুলো নির্মিত হয়েছে। দীর্ঘদিন সিনেমা হল না থাকার কষ্ট ঘোঁছায় উচ্ছ্বসিত রাজশাহীবাসী। সিনেপ্লেক্সটি সিনেমা হলের শূন্যতা পূরণে কার্যকরী ভূমিকা রাখবে বলে আমি আশা করছি।
প্রতিদিন দুপুর ও বিকেল দুই শিফটে টুডি ও থ্রিডি সিস্টেমে সিনেমা দেখার সুযোগ থাকছে এই সিনেপ্লেক্সে। তবে প্রতিটি শিফটে টিকিটের দামে আনা হয়েছে ভিন্নতা। সকাল শিফটে টুডি টিকিটের দাম ২শ ৫০ টাকা ও থ্রিডি টিকিটের দাম ৩শ টাকা নির্ধারণ করা হয়েছে। আর বিকেল শিফটে টুডি টিকিটের দাম ৩শ টাকা ও থ্রিডি টিকিটের দাম ৩শ ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’। বর্তমানে ঢাকায় ধানমন্ডির সীমান্ত সম্ভার (সাবেক রাইফেলস স্কয়ার), মহাখালীর এসকেএস (সেনা কল্যাণ সংস্থা) টাওয়ার, মিরপুরের সনি স্কয়ার এবং বিজয় সরণির সামরিক জাদুঘরসহ ৫টি শাখা রয়েছে এর। এর আগে ঢাকার বাহিরে চট্টগ্রামেও সিনেপ্লেক্স নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি।
Leave a Reply