1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
খালেদাকে বিদেশ নিতে আইনগত জটিলতা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী আমি যাই করে থাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবই জানেন : মমতাজ সাংবাদিকরা উর্দির ভূমিকা পালন করছেন: মির্জা ফখরুল উন্নয়নশীল দেশগুলোর নিকট কমিউনিটি স্বাস্থ্যসেবায় সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী আলু, পেঁয়াজ ও ডিম ব্যবসার সঙ্গে জড়িত ১০৫ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা ধামরাইয়ে করিম টেক্সটাইলে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সাংবাদিকদের রিপোর্টে বাধা নজরুল বিশ্ববিদ্যালয়ে বার্ষিক চারুকলা প্রদর্শনী শুরু সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে,সম্পাদক এ আর জুয়েল ধামরাইয়ে স্থানীয় সরকার দিবসে বেশী সংখ্যক চেয়ারম্যান ছিলেন অনুপস্থিত হরিরামপুরে যুবলীগ নেতা আব্দুল হাসান পিন্টুর ইন্তেকাল

যে সকল খাবারে বাড়বে রক্ত চলাচল

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১১৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: শরীরে তরল এবং কঠিন এ দুই উপাদান মিলেই রক্ত তৈরি হয়। রক্ত আমাদের শরীরের কোষগুলোতে পুষ্টি ও অক্সিজেন বহন করে নিয়ে যায় এবং বিপাকীয় বর্জ্য পদার্থগুলো শরীর থেকে বের করে দেয়। রক্তে আরেকটি তরল উপাদানের নাম প্লাজমা। অন্যদিকে সলিড উপাদান হিসেবে রক্তে লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা ও প্লাটিলেট থাকে।

রক্ত আমাদের দেহে নানা অংশে অক্সিজেন বহন করে নিয়ে যাওয়া, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা এবং জীবাণুর সংক্রমণ ও রোগের বিরুদ্ধে লড়াই করার কাজ করে। ফলে শরীরে যথাযথভাবে রক্ত চলাচলের গুরুত্ব অপরিসীম। আমাদের শরীরে নানা রোগের কারণে মাঝেমধ্যে রক্তের সল্পতা দেখা যায়, তাই শরীরে রক্ত হয় এরকম খাবার নির্বাচন করা উচিত।

দেখে নিন কোন খাবারগুলো শরীরে রক্ত চলাচলের পরিমাণ বাড়ায় ও স্বাভাবিক রাখতে সাহায্য করে-

বিটরুট : বিটরুট অ্যান্টি অক্সিডেন্টের অন্যতম প্রধান উৎস। কাঁচা বিটরুট খেতে পারলে তা আমাদের শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রাখে, রক্তকে বিশুদ্ধ করে এবং লিভার সুস্থ রাখে। বিটরুট আয়রন ও অ্যান্টি অক্সিডেন্টের সমন্বয় রক্ত চলাচল থাকে স্বাভাবিক এবং রক্ত বিশুদ্ধ করে তুলতে সাহায্য করে।

বেদানা : বেদানা একটি রসালো, মিষ্টি ফল। এই ফলটি পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্ট এবং নাইট্রেটে সমৃদ্ধ যা দেহে রক্ত প্রবাহের জন্য রক্তনালীর পথকে অনেকটা প্রসারিত করতে পারে। এটিকে জুস বানিয়ে বা সালাদ হিসেবেও বেদানার দানা খেতে পারেন।

রসুন : নিয়মিত রসুন খেলে দেহের অনেক রোগের প্রতিকার পাওয়া যায়। রসুন বদ হজমের সমস্যা দূর করার পাশাপাশি ব্লাড প্রেসার কমায়, রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায়, হার্টের নানা রোগের বিরুদ্ধে কাজ করে। এ ছাড়াও রসুন রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে।

দারুচিনি : দারুচিনির রয়েছে অনেক উপকারিতা এটা অনেক গবেষণায় বারবার উঠে এসেছে। দারুচিনি আমাদের রক্তনালিকে প্রসারিত করে দিয়ে রক্ত চলাচল বাড়িয়ে দেয়। সেই সঙ্গে দারুচিনি রক্ত চলাচলে কোনো প্রকার বাধা সৃষ্টি করে না।

বেরি : বাজারে অনেক ধরনের বেরি পাওয়া যায়। স্ট্রবেরি, ব্লুবেরি, রাসবেরি, মালবেরি সবই শরীরের জন্য ভালো। নিয়মিত বেরি খেলে রক্ত চলাচল স্বাভাবিক হয়। এ ছাড়াও হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে বেরি।

 

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :