অনলাইন ডেস্ক: প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলামকে সাংবাদিকতার মাধ্যমে দুর্নীতিবিরোধী লড়াইয়ে ভূমিকা রাখার জন্য বিশেষ সম্মাননা দিয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন শুক্রবার রাতে বিশ্বের বিভিন্ন দেশের ৮ জন ব্যক্তিকে চলতি বছরে আন্তর্জাতিক অঙ্গনে দুর্নীতিবিরোধী লড়াইয়ে অবদান রাখা চ্যাম্পিয়ন ঘোষণা করেন।
যার মধ্যে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলাম রয়েছেন। সম্মাননা পাওয়া এই ৮ জনকে বাইডেন প্রশাসনের পররাষ্ট্র দপ্তরে ২০২২ সালের ‘অ্যান্টিকরাপশন চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড’ তুলে দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বার্তায় জানিয়েছে, সম্মাননা পাওয়া এই ৮ জন দুর্নীতি প্রতিরোধ, এই সংক্রান্ত তথ্য প্রকাশ ও দুর্নীতি মোকাবিলায় নেতৃত্ব দিয়েছেন, সাহস দেখিয়েছেন এবং প্রভাব রাখতে সক্ষম হন।
Leave a Reply