1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ১৬ জুন ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

মার্কিন কংগ্রেসম্যান রোহিঙ্গাদের কথা শুনলেন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৩৮ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বাংলাদেশ সফরে এসে মার্কিন কংগ্রেসের দুইজন সদস্য সোমবার কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করে সরেজমিন রোহিঙ্গাদের দুঃখ-গাথা শুনলেন। এই সময়ে রোহিঙ্গা সঙ্কট নিরসনে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতার কথা পুর্নব্যক্ত করলেন সফররত যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য এড কেইস ও রিপাবলিকান পার্টির রিচার্ড ম্যাকরমিক। এই দুইজন মার্কিন কংগ্রেসম্যান রোহিঙ্গাদের সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত যুক্তরাষ্ট্রের আর্থিক তহবিল সংক্রান্ত কমিটির সদস্য।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন সোমবার সাংবাদিকদের জানান, সোমবার সকাল ৯টায় সফররত মার্কিন কংগ্রেসের প্রতিনিধিরা কক্সবাজারের রোহিঙ্গা সমন্বয় সংস্থা ইন্টার সেক্টর কোঅর্ডিনেশন গ্রুপের অফিসে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা রোহিঙ্গা শিবির যান। সেখানে প্রতিনিধি দল ১২ নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন কার্যক্রম, ১১ নম্বর ক্যাম্পে লার্নিং সেন্টার, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই-ভাউচার সেন্টার পরিদর্শন করেন। দুপুরে কংগ্রেস প্রতিনিধি দল কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন। বিকালে কক্সবাজার শহরে অবস্থিত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অফিসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে তারা রোহিঙ্গাদের আর্থিক অবস্থাসহ সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

মার্কিন কংগ্রেস প্রতিনিধিরা কুতুপালং শিবিরে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা রোহিঙ্গাদের কথা শোনার পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন। মতবিনিময়ে অংশ নেয়া রোহিঙ্গা তরুণ মোহাম্মদ মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, মার্কিন প্রতিনিধিদলকে আমরা জানিয়েছি, আমাদের রেশন কমানো হয়েছে, ক্যাম্পে অপ্রীতিকর ঘটনা নিয়মিত হয়ে পড়েছে। আশ্রয় জীবনে আমরা ভালো নেই, তাই দেশে ফিরতে চাই। এমন সময় সঙ্কট নিরসনে মার্কিন যুক্তরাষ্ট্র তৎপর আছে বলে রোহিঙ্গাদের আশ্বস্ত করেন কংগ্রেসম্যানরা।

যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য এড কেইস বলেন, এক মিলিয়নের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিকতার উদাহরণ তৈরি করেছেন। এজন্য বাংলাদেশের সরকার ও জনগণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। প্রতিনিধি দলের আরেক সদস্য রিপাবলিকান পার্টির রিচার্ড ম্যাকরমিক বলেন, রোহিঙ্গা, রোহিঙ্গা ব্যবস্থাপনায় জড়িত কর্মকর্তাদের সঙ্গে আলাপে যে তথ্য পেয়েছি তা লিখিতভাবে যুক্তরাষ্ট্রে উপস্থাপন করব। রোহিঙ্গা সংকটে বাংলাদেশ সত্যিই প্রশংসার দাবিদার। এই সংকট মোকাবিলা ও উত্তরণের জন্য বিশ্বের সব রাষ্ট্রকে এক যোগে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানাই।

ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, বিগত ২০১৭ সালের পর প্রথমবারের মতো এই সপ্তাহে কংগ্রেসের প্রতিনিধিদলকে স্বাগত জানাতে পেরে আমরা উচ্ছসিত। ঢাকায় অবস্থানকালে প্রতিনিধি রিচ ম্যাককরমিক (আর-জিএ) ও কংগ্রেসম্যান এড কেস (ডি-এইচআই) মহান এই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব এবং পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, অন্যান্য সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :