1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ১৫ জুন ২০২৫, ১১:২২ অপরাহ্ন

মানুষের ইচ্ছার বিরুদ্ধে ভারতের পদক্ষেপ হবে দুঃখজনক : ফখরুল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৩০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক:বাংলাদেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে ভারত পদক্ষেপ নিলে তা দুঃখজনক হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যা এই অঞ্চলের নিরাপত্তার জন্য শুভ হবে না বলেও মন্তব্য তার। ফখরুল বলেন, ভারত শেখ হাসিনার পক্ষ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে যে কূটনৈতিক বার্তা দিয়েছে বলে খবর বেরিয়েছে, সেটা সত্য হলে তা হবে অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ।

শনিবার স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের ব্যাপারে ভারতের কূটনৈতিক বার্তা সত্যি হলে, সেটি দুর্ভাগ্যজনক। ভারতের মতো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কাছে এটা আশা করা যায় না। দেশের মানুষ কি চায় নিশ্চয়ই সেটি ভারত দেখবে।

শেখ হাসিনাকে দুর্বল করলে যুক্তরাষ্ট্রের জন্য তা ভালো হবে না দিল্লির এমন বার্তা নিয়ে গণমাধ্যমে রিপোর্ট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমরা আশা করব ভারত বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তাকে মর্যাদা দেবে, সত্যিকার অর্থে সব দলের অংশগ্রহণে যাতে গ্রহণযোগ্য নির্বাচন হয় সে বিষয়ে সমর্থন দেবে।

তিনি বলেন, বাংলাদেশে কোনো মৌলবাদী ক্ষমতায় আসার সম্ভাবনা নেই। বাংলাদেশের ৫২ বছরের ইতিহাসে দেখা গেছে, কখনই কোনো মৌলবাদী দল তারা ক্ষমতায় আসতে পারেনি। বাংলাদেশের মানুষের শক্তির ওপর আস্থা রাখি।

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি ও সাধারণ সম্পাদক রাজীব আহসান, সংগঠনটির নেতা ইয়াসিন আলী, নাজমুল হাসান এসময় উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :