1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে অধ্যক্ষ হিসেবে শহীদুজ্জামানের যোগদান

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের  সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ হিসাবে অধ্যাপক  মোঃ শহীদুজ্জামান  যোগদান করেছেন। বুধবার দুপুরে  উপাধ্যক্ষ অধ্যাপক  ড. মোঃ শরিফুল ইসলাম খান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এর কাছ থেকে তিনি অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন।

তিনি সরকারি দেবেন্দ্র কলেজ থেকে ১৯৮৪ সালে এইচএসসি পরীক্ষায় কৃষিবিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সাথে (বোর্ডস্ট্যান্ড ৩য়) উত্তীর্ণ হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিজ্ঞানে বিএসসি(অনার্স) এবং এমএসসি (মাস্টার্স) সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ ব্যাংকে ৬ মাস চাকুরি করার পর ১৪তম বিসিএস এ সুপারিশকৃত হয়ে বিসিএস(সাধারণ শিক্ষা) ক্যাডারে যোগদান করেন। অধ্যাপক  মোঃ শহীদুজ্জামান  সরকারি নাজিমউদ্দীন কলেজ, মাদারিপুর, করটিয়া সা’দত কলেজ, টাঙ্গাইল এ দায়িত্ব পালন করেছেন। নাগরপুর সরকারি কলেজ, নাগরপুর এ উপাধ্যক্ষ হিসেবে এবং সর্বশেষ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, টাঙ্গাইল এ অধ্যক্ষ হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, তিনি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার কৃতি সন্তান।

দায়িত্বভার গ্রহণ ও  পরিচিতিমূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ শরিফুল ইসলাম খান, শিক্ষক পরিষদ সম্পাদক সহযোগী অধ্যাপক   গিরীন্দ্র কুমার রায়, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপকবৃন্দসহ অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ ফজলুল হক। এছাড়া শিক্ষক পর্ষদের যুগ্ম সম্পাদক ও সহকারী অধ্যাপক(মার্কেটিং) মোহাম্মদ বাবুল হোসেন   শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ ও সহকারী অধ্যাপক মো. সুজন মিয়াসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নবযোগদানকৃত অধ্যক্ষ সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ এর শিক্ষার্থীদের একাডেমিক, সহ-শিক্ষা কার্যক্রমসহ সার্বিক উন্নয়নে সততার সাথে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেন। দেবেন্দ্র কলেজ থেকে পাশ করা শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণের জন্য বুয়েট, মেডিকেল এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেন অধিক সংখ্যায় ভর্তি হতে পারে—এই বিষয়ে জোর দেবেন বলে জানান।

তিনি কলেজের শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, অভিভাবকবৃন্দসহ সকল অংশীজনের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :