1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অফিসের ব্যাগ চুরি: কথিত ৫ সাংবাদিক আটক শিবালয়ে স্কুলবাসে আগুণের ঘটনায় ৫জন আটক   সিংগাইরে এক যুবকের ওপর আর্তকিত হামলায় গুরুতর আহত সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন  মানিকগঞ্জের মানরায় যাত্রা শুরু করলো কনফিডেন্স ইসলামিক স্কুল এন্ড কলেজ অভিযান শেষে সরগরম হয়ে উঠেছে আরিচা মাছের আড়ৎ ইলিশের দাম চড়া মানিকগঞ্জে পুত্রের মৃ-ত্যু শো-ক সইতে না পেরে মায়ের মৃত্যু নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের পদ্মা-যমুনায় চলছে নির্বিচারে মা ইলিশ নিধন আমরা রাজনীতি করি জনগণের কল্যাণে: ড.আকবর হোসেন বাবলু কাঙ্খিত জুলাই সনদে সই করলেন প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদরা: যা আছে জুলাই সনদে

মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের টয়লেট ময়লার ভাগার রোগীদের চরম দূর্ভোগ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ২৪২ বার পড়েছেন

নিজস্ব প্রতিনিধি:মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর নিজ এলাকায় ও তার বাবার নামে প্রতিষ্ঠিত কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে রোগীরা বিভিন্ন ভাবে চরম দূর্ভোগের শিকার হচ্ছে।হাসপাতাল পরিচালনা কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বহীনতাই এর জন্যে দায়ী বলে অভিযোগ রোগী ও সংশ্লিষ্টদের।

গত বৃহসপতিবার রাত ৮ টার দিকে কর্ণেল মালেক মেডিকেল কলেজ  ও হাসপাতালের ৪র্থ তলায় সার্জারি (পুরুষ) ওয়ার্ডে যেয়ে এক ভয়াবহ চিত্র দেখা যায়।টয়লেটে যাবার জন্যে রোগীরা সিরিয়াল ধরে আছে তবে সিরিয়াল পেতে অনেক সময় লাগছে।

এই ওয়ার্ডে ৪৫জন রোগীর জন্যে বরাদ্দ ২টি টয়লেটের মধ্যে ১টি নষ্ট ও ময়লা-আর্বজনার ভাগারে পরিনত হয়েছে। শুধু ১টি টয়লেট কোন মতে চালু আছে।৪৫ জন রোগী ও তাদের দেখাশোনার দায়িত্বে থাকা লোকজনসহ প্রায় ১০০ মানুষের জন্যে শুধু ১টি টয়লেট চালু।অপর দিকে গোসলখানার পানি আটকে তা ব্যবহারে অযোগ্য হয়ে পড়েছে।

উপস্থিত অনেকেই জানান যে, সকাল বেলা অনেক অসুস্থ রোগীকে টয়লেটে যাবার জন্যে ১/২ ঘন্টাও অপেক্ষা করতে হয়। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানের (সহকারী পরিচালক) ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ সৌমেন চৌধুরীর  সাথে ফোনে  কথা হলে প্রথমে বলেন, এটা গনপূর্ত বিভাগের কাজ।পরে অবশ্য বলেন,সমাধানের চেষ্টা করা হবে।খাবারের মান ও পরিবেশনের অস্বাস্থ্যকর পদ্ধতি, নষ্ট গোসলখানাসহ নানাবিধ সমস্যার কথা বলা হলে তিনি বলেন সমাধানের চেষ্ঠা করা হবে

শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে তার সাথে ফোনে কথা হলে তিনি বলেন,ঐ টয়লেটের কমোডটা নষ্ঠ হয়েছে এবং আমরা বার বার গনপূর্ত বিভাগে জানানোর পরেও তারা এটার কাজ করে দিচ্ছে না।ছোট ছোট মেরামতের কাজও কি গনপূর্ত বিভাগ করে দিবে? আপনাদের কি কোন টেকনিশিয়ান নেই ?এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,আমাদের টেকনিশিয়ান আছে। তবে এধরনের কি কাজ গনর্পূত করে দেয়?পরিস্কারের দায়িত্বও কি গনর্পূতের ? তিনি বলেন, না এ জন্যে আমাদের লোক আছে।তাহলে পরিস্কার থাকে না কেন ?এ প্রশ্ন এড়িয়ে গিযে তিনি বলেন,আমি জানার পরেই ক্লিন করে দিতে বলেছি।আসলে শুক্রবার দুপুরেও দেখা যায় ময়লার ভাগার টয়লেটটি কেউ যেন ছবি তুলতে না পারে এ জন্যে তালা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে।হাসপাতালটিতে ক্লিনার,আয়াসহ মোট ১৬০ জন লোক নিয়োগ দেয়া আছে বলেও জানান ভারপ্রাপ্ত পরিচালক।হাসপাতালে আগত রোগী ও তাদের আত্নীয়-স্বজনদের সাথে আনসার সদ্যসের নিয়মিত খারাপ আচরন,অপরিস্কার পরিবেশ সর্বত্র,নিন্ম মানের খাবার তাও অস্বাস্থ্যকর পরিবেশে পরিবেশনসহ নানান অনিয়মে জর্জরিত।

হাসপাতাল কর্তৃপক্ষ,কর্মকর্তা-কর্মচারীদের একটি বিরাট অংশ মন্ত্রী-সচিব,স্বাচিপ,সরকারী দলের নেতা-কর্মী বা সরকারী দলের ঘনিষ্ট বলে নিজেদের জাহির করে এবং কোন অনিয়মের কেউ প্রতিবাদ করলেই তাদের বিভিন্ন হুমকি-ধামকি দেয় বলেও অভিযোগ রোগী,রোগীর আত্নীয় ও হাসপাতালে আগত বিভিন্ন শ্রেনীর মানুষের।

এ বিষয়ে মানিকগঞ্জ গনর্পূত বিভাগের নির্বাহী প্রকৌশলী শারমীন আক্তার বলেন, কোন প্রকল্পের কাজ শেষ হলে ৩ বছর পর মেনটেনেন্স এর জন্যে বরাদ্দ আসে।এই প্রকল্পটি ২০২২ সালের জুন মাসে শেষ হয়েছে।এটার মেনটেনেন্স এর বরাদ্দ পেতে আরো দেড় বছর অপেক্ষা করতে হবে।তাবে যেহেতু হাসপাতাল সেনসেটিভ বিষয় তাই আমরা বিভিন্ন ভাবে ম্যানেজ করে সব সময়ই কাজ করে দেই।এ বিষয়ে আমাদের বলাই হয় নাই।বললেই আমি কাজটি করে দিতাম।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :