জ. ই. আকাশ: মানিকগঞ্জে বীরমুক্তিযোদ্ধা ডাঃ রফিক উদ্দিন স্মৃতি ২য় বিভাগ ক্রিকেট লীগের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
২২ জুন (শনিবার) সকাল ১১টায় মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রীড়া সংস্থার অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. গোলাম মহীউদ্দীন।
জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সাব-কমিটির আহ্বায়ক গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদেব কুমার সাহা, বীরমুক্তিযোদ্ধা ডাঃ রফিক উদ্দিন স্মৃতি ২য় বিভাগ ক্রিকেট লীগের পৃষ্ঠপোষক ডাঃ আব্দুল্লাহ আল মামুন, বিচারক তৈয়বুল আজহার, বীরমুক্তিযোদ্ধা ডাঃ রফিক উদ্দিনের সহধর্মিণী সাবেরা রফিক, পুত্রবধূ মাকসুদা মুস্তারীন পূণ্যি প্রমুখ।
আলোচনা সভায় সঞ্চালনা করেন হরিরামপুরের সাকুচিয়া এস. এস ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম জসিম।
উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে গ্রীণ ভ্যালি স্পোর্টিং ক্লাব ও কাটিগ্রাম স্পোর্টিং ক্লাব।
Leave a Reply