নিজস্ব প্রতিবেদক: কেককাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে মানিকগঞ্জে চ্যানেল 24 এর একযুগ পূর্তি পালন করা হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে চ্যানেল 24 এর একযুগ পূর্তিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল 24 এর মানিকগঞ্জের স্টাফ রিপোর্টার মো. ইউসুফ আলী।
প্রেসক্লাবের সহ-সভাপতি ও নিউজ 24 এর প্রতিনিধি মো. কাবুল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, আ’লীগ কেন্দ্রিয় কমিটির ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য এবং পারফেক্ট গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মো. সারোয়ার আলম বাবু। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আ’লীগ নেতা মঞ্জুর রহমান মঞ্জুর, মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম মিহির প্রমূখ। অনুষ্ঠানে মানিকগঞ্জ প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ক্রীড়া সংগঠক প্রকৌশলী মো. সারোয়ার আলম বাবু বলেন, চ্যানেল 24 বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি নিউজ চ্যানেল। চ্যানেলটি সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে অগণিত মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছে। তিনি এর উত্তরোত্তর সফলতা কামনা করেন। একইসাথে চ্যানেল 24 এর একযুগ পূর্তিতে সকল কলাকৌশলী, সাংবাদিক ও মালিকসহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
Leave a Reply