মানিকগঞ্জ প্রতিনিধিঃমানিকগঞ্জেবিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির নেতাকর্মী আহত হয়েছে।
মানিকগঞ্জ সদরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় বিএনপির ২৫নেতাকর্মী আহত হয়েছেন।এ সময় দুইজন সংবাদকর্মী ও কয়েকজন পুলিশ আহত হন বলেও জানা গেছে।
বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলা শহরে সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিলো। সকালের দিকে জেলা ছাত্রলীগের নেতাকর্মীদেরকে হাতে লাঠিসোটা নিয়ে শহরের খালপাড় এলাকায় অবস্থান নিতে দেখা যায়।
বেলা ১১ টার দিকে শহরের সেওতা এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে খালপাড় এলাকায় এলে পুলিশের বাধার মুখে পড়ে। সেখানে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছুঁড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
পুলিশ-বিএনপির এই পাল্টাপাল্টির সময় সাংবাদিক মুঞ্জুর রহমান এবং সাজিদুর রহমান রাসেল, ২০ জন বিএনপির নেতাকর্মী ও পুলিশের কয়েকজন আহত হন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে মানিকগঞ্জ দলীয় কার্যালয়ের সামনে বেলা ১১ টায় আলোচনা সভার আয়োজন করা হয়। নেতাকর্মীরা শহরের আশে পাশে অবস্থান নিয়ে দলীয় কার্যালয়ে আসার প্রস্তুতি নেন। বেলা ১১ টার দিকে শহরের সেওতা এলাকা থেকে বিএনপির কয়েকশ নেতাকর্মী মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে যাওয়ার সময় খালপাড় মোড়ে পুলিশ বাধা দেন। বাধা ঠেলে মিছিল এগিয়ে যাওয়া চেষ্টাকালে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ বেঁধে যায়। এসময় পুলিশকে লক্ষ করে বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে।
এদিকে দুপুরের দিকে খালপাড় এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা চলে গেলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ কবীর জিন্নাহ বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনদিন আগে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিলো। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বিএনপির ২০জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন তিনি।
Leave a Reply