নিজস্ব প্রতিনিধি:মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নে দুর্লভদী প্রিমিয়ার লীগ (DPL) (সিজন-১৫) দিবা-রাত্রি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ শুরু হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার দুর্লভদী জাগরণী যুব সংঘ খেলার অস্থায়ী মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক উপ-সম্পাদক এবং মানিকগঞ্জ সমিতি, ঢাকা প্রচার সম্পাদক এ্যাড. রাসেল হোসেন।
প্রধান অতিথি হিসেবে হাটিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মনির হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আবদল মোন্নাফ, মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাদিকুল ইসলাম সোহা, দুর্লভদী জাগরণী যুব সংঘের প্রধান উপদেষ্টা আমেরিকা প্রবাসী নোয়াব আলী ফরাজী, উপদেষ্টা মো. আল-আমিন হোসেন সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply