1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৮ পূর্বাহ্ন

মানিকগঞ্জে ডিপিএড কোর্স সম্পন্নকারী ১৭২ জন প্রাথমিক শিক্ষকের মাঝে সনদপত্র বিতরণ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৪ বার পড়েছেন

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জে ডিপিএড ২০২১-২২ শিক্ষাবর্ষের সনদ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেহেনা আকতার।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পিটিআই’র সুপারিনটেনডেন্ট মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, মানিকগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম।

মানিকগঞ্জ পিটিআই’র ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট সুলতানা আফরোজা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সনদ বিতরণ ও মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জ পিটিআই ইনস্ট্রাক্টর অর্চণা সাহা, মোঃ মাছিদুর রহমান মাসুম ও মোঃ রনি।

জেলা প্রশাসক রেহেনা আক্তার বলেন, ‘২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে সরকার। দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে হলে শিক্ষকদের স্মার্ট হতে হবে। শিক্ষার্থীদের স্মার্ট হিসেবে তৈরি করতে হবে। সকলে মিলে চেষ্টা না করলে স্মার্ট বাংলাদেশ করা সম্ভব হবে না।’

উল্লেখ্য, ২০২১-২২ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন কোর্সে অংশ নেন  মানিকগঞ্জ জেলার সকল উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭২ জন শিক্ষক। সফলতার সাথে কোর্স সম্পন্ন হওয়ায় আনুষ্ঠানিক ভাবে তাঁদের হাতে সনদপত্র তুলে দেওয়া হলো।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :