নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জে এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ এ জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা এগারোটায় ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আদৃতা আফরিনের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের বাস্তা বাজার ক্যাম্পাসে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এফএমএ সালাম উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাকের সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, একুশের চেতনায় বাংলাদেশ স্বাধীন হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে। আর ভাষা শহীদদের রক্ত বৃথা যায়নি। বাংলা আজ আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত, যুক্তরাজ্য, যুক্তরাস্ট্রসহ বিভিন্ন দেশে বাংলা ভাষার চর্চা হচ্ছে।
আলোচনা সভায় ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. ফরমুজুল হক, বিজনেস স্টাডিজ বিভাগের সহকারি অধ্যাপক তৌহিদুল ইসলাম,
ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সৌরভ বিশ্বাস, প্রভাষক সৌনক কর্মকার, মাহমুদুল হাসান, তুষার সরকার, এসএম আশিক আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা মাহিদুল ইসলাম মাহি প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ইসহাক আলী খান পান্না ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এফএমএ সালামের নেতৃত্বে শিক্ষক ও কর্মকর্তারা ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া সকালে মানিকগঞ্জ শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।
Leave a Reply