নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে মানিকগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক রেহেনা আকতার।এরপর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার গোলাম আজাদ খান পুষ্পস্তবক অর্পণ করেন। এবার ভাষা শহীদ রফিকের পরিবারও এখানে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এছাড়া পর্যাক্রমে মানিকগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি, ভোক্তা অধিকার অধিদপ্তর, বিসিক, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সিভিল সার্জন, জেলা পরিষদ, পৌরসভা, জেলা কারাগার, আনসার ব্যাটালিয়ান, পরিবেশ অধিদপ্তর, সরকারি দেবেন্দ্র কলেজ, জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
Leave a Reply