হরিরামপুর প্রতিনিধি: হরিরামপুরে আগুনে পুড়েছে সাতটি ঘর এবং দগ্ধ হয়ে মারা গেছে একটি গবাদি পশু ।
শনিবার সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর মধ্যপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানা গেছে।
হরিরামপুর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা শফিকুল ইসলাম জানান,তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৫৫ মিনিটের চেষ্টায় আগুন নিন্ত্রণে আনেন। এসময় সাতটি টিনের ঘর পুড়ে যায়।আগুনে ফসলের ক্ষতি হয়েছে এবং একটি ছাগল পুড়ে মারা গেছে বলে জানান তিনি।
গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন মোল্লা লাভলু বলেন, শহিদুল মল্লিক,জামাল মল্লিক, ইসলাম মল্লিক ও রাবেয়া বেগমের বসত ঘর ও গোয়াল ঘরসহ সাতটি ঘর পুড়ে গেছে।আগুনে ক্ষয়ক্ষতি দেখে জামাল মল্লিকের মা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আগুনে প্রায় ৭০ মণ ধান ও প্রায় একশো মন পেয়াজ নষ্ট হয়ে গেছে জানিয়ে ইউপি চেয়ারম্যান বলেন, “ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, আগুনের সময় স্ট্রোক করে এক প্রবীন নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
Leave a Reply