নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জে অবস্থিত বিভিন্ন কলকারখানার প্রতিনিধিগণের সাথে মতবিনময় সভা করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়ারেস, মুন্নু ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশীদ সামিউল ইসলামসহ বিভিন্ন কলকারখানার মালিক ও দায়িত্বশীল কর্মকর্তারা।
কলকারখানায় উৎপাদন ও বাজারজাতকরণে সমস্যা নির্ধারণ ও সমাধানের লক্ষ্যে এই মত বিনিময় সভার আয়োজন করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শণ অধিদপ্তর এবং জেলা প্রশাসন।
Leave a Reply