
নিজস্ব প্রতিবেদক:শনিবার (২৫ অক্টোবর) দুপুরে ঢাকা–আরিচা মহাসড়কের পাশে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মানরা এলাকায় এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহিদুজ্জামান।
কনফিডেন্স গ্রুপ অফ এডুকেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোকসেদুর রহমান, মানিকগঞ্জ ডেভেলপারর্স অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, মানিকগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুস সালাম বাদল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম।
প্রতিষ্ঠানটির উপদেষ্টামন্ডলী- অধ্যাপক ড. এ. এইচ. এম জুলফিকার আলী, অধ্যাপক ড. মোঃ জসিম উদ্দিন, প্রকৌশলী দেওয়ান মোঃ গিয়াস মাহমুদ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুল বাতেন, মুফতি ফয়সাল আহমেদ জাকারিয়া, শাইখ ক্বারী খোবাইবুল হক তানঈম আল-আজহারী, ছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ ও গনমাধ্যকর্মী উপস্থিত ছিলেন।
২০১১ সালে প্রতিষ্ঠানটি পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা দিয়ে যাত্রা শুরু করলেও এবার থেকে সাধারণ শিক্ষার পাশাপাশি ইংরেজি ও হিফজুল কুরআন শিক্ষার সমন্বয়ে চালু হলো প্লে থেকে ক্লাস ওয়ান। পর্যায়ক্রমে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সবশ্রেণীতে পাঠদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Leave a Reply