1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘিওরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ : সাবেক ছাত্রদল নেতা নিহত – আহত ৬ দেশ একজন লেডি ফেরাউনের হাতে পড়েছিল-রুহুল কবির রিজভী মানিকগঞ্জে দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত মানিকগঞ্জে ঢাকা বিভাগীয় জিয়া  ক্রিকেট  টুর্নামেন্ট অনুষ্ঠিত হরিরামপুরে  বিএনপির ৩১ দফা তুলে ধরলেন সাবেক সংসদ সদস্য ইঞ্জি: মঈনুল ইসলাম খান আজ ৬ডিসেম্বর জনযুদ্ধের বাংলাদেশকে স্বীকৃতির দিন সিংগাইরে টমেটো ক্ষেত থেকে অটো চালকের মৃতদেহ উদ্ধার  শিবালয়ে স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের বিজ্ঞান ভবনে দি হাঙ্গার প্রজেক্ট আয়োজিত গণতন্ত্র অলিম্পিয়াড ’সোনার বাংলার’ প্রাকৃতিক সৌন্দযের অন্যতম পাহাড়-নদী বেষ্টিত নেত্রকোণা

মানিকগঞ্জের কোথায়ও অতিরিক্ত মূল্যে সার, বীজ, কীটনাশক বিক্রি ও সরবরাহের ক্ষেত্রে কোন অনিয়ম হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের কোথায়ও অতিরিক্ত মূল্যে সার, বীজ, কীটনাশক বিক্রি ও সরবরাহের ক্ষেত্রে কোন অনিয়ম হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুশিয়ারি দেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ’জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা’য় সভাপতির বক্তব্যদানকালে তিনি এই হুশিয়ারি দেন।

তিনি বলেন, ‘আমরা কর্মচারি। আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। অতীতের ভূল-ত্রুটি যাই হোক না কেন। আজ থেকে আর কোন অনিয়ম বরাদশত করা হবে না। এক্ষেত্রে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্তদেরও জবাবদিহিতার আওতায় আনা হবে। কৃষকরা দিন-রাত কষ্ট করে উৎপাদন করে আমাদের বাঁচিয়ে রেখেছে। তাঁরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সকলকেই খেয়াল রাখতে হবে। ভালো মানের বীজ সরবরাহ করতে হবে। সঠিক দামে সঠিক সময়ে কৃষকের হাতে সার পৌছে দিতে কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর, বিএডিসি, বীজ প্রত্যয়ণ কার্যালয়, কৃষি বিপনন কর্মকর্তাদের আরও আন্তরিকতা দিয়ে কাজ করতে হবে।’

সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, জেলা কৃষি সম্প্রাসরণ কার্যালয়ের উপ-পরিচালক ড. রবীআহ্ নূর আহমেদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মজিবুর রহমান, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাহ-উল-সাবেরিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, বিএডিসি’র উপ-পরিচালক (বীজ) মনির হোসেন ও উপ-সহকারি পরিচালক মেহেদী হাসান, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুস ছালাম, জেরা কৃষি বিপনন কর্মকর্তা মোরশেদ আল মাহমুদ, মানিকগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা ইমতিয়াজ আলম ও সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :