সিঙ্গাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শাকিল আহমেদ(২২) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার(৯ জুন) দিবাগত রাত ২ টার দিকে উপজেলা জামশা ইউনিয়নের দক্ষিন জামশা গ্রামের নিজ বাসভবন তার লাশ উদ্ধার করেন । নিহত শাকিল আহমেদ ওই এলাকার নাসিরউদ্দিন ওরফে নুসনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল আহমেদ উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিন জামশা এলাকার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একজন শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার এক পর্যায়ে তার চলাফেরা, কথাবার্তা ও লেখনী মাঝে মাঝেই বিতর্কের সৃষ্টি করত। এরই ধারাবাহিকতায় সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার পূর্ববর্তী একটি মন্তব্য নতুন করে ভাইরাল হয়, যেখানে তিনি হযরত মুহাম্মদ (সা:) ও তার বিবিদের নিয়ে কটূক্তি করেছিলেন।
ভাইরাল মন্তব্য ও সুইসাইডাল নোট: মন্তব্যটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পরেন শাকিল। এরপর তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি সুইসাইডাল নোট পোস্ট করেন, যেখানে তিনি নিজের ভুল স্বীকার করে মধ্য রাতেই তিনি নিজ বাসভবনে আত্মহত্যা করেন বলে জানাযায়। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরন করেছেন । এই ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম জানান, মহানবী(স:) কে কুটক্তি করে ৭-৮ মাস আগে শাকিল আহমেদ নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেন। স্থানীয়রা কমেন্টসে বিভিন্ন ধরণের মন্তব্য করায় তিনি অনুতপ্ত হয়ে ভূল স্বীকার করে মঙ্গলবার রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানান তিনি।
Leave a Reply