1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে নাশকতা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা, শিবালয়ে আনন্দমিছিল মানিকগঞ্জ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন শিবালয়ে বিএনপি’র আনন্দ মিছিল সিংগাইরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত  ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান ৩৬৮ কোটি টাকার জমি জব্দের আদেশ এস আলম পরিবারের মানিকগঞ্জে শহীদ তিতুমীর স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত সিংগাইরে সমন্বয় সভা অনুষ্ঠিত

মধ্যরাতে হলের গেট ভেঙে রাস্তায় এসে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১১৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার মধ্যরাতে বিক্ষোভ করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন নিয়ে বক্তব্যে শিক্ষার্থীদের অবমাননা করা হয়েছে দাবি করে এ বিক্ষোভ হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ হয়েছে। এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগানে মুখর করে তোলেন ক্যাম্পাস।

স্লোগানের তালে তালে তারা থালা-বাসন, চামচ নিয়ে শব্দের দ্যোতনা সৃষ্টি করেন এবং মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এর পর বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা হল, কুয়েত-মৈত্রী হল, সুফিয়া কামাল হলের মেয়েরাও বেরিয়ে আসেন। ছেলেদের হলগুলো থেকেও বের হয়ে আসেন শিক্ষার্থীরা।

এ সময় খবর পেয়ে হল গেটে তালা দিয়ে শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করেন হল ছাত্রলীগের পদ-প্রত্যাশী নেতাকর্মীরা। তবে স্রোতের মতো নেমে আসা শিক্ষার্থীদের ধরে রাখতে পারেননি তারা। জানা যায়, বিজয় একাত্তর হল, মাস্টার দা সূর্যসেন হল, এফ রহমান হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলসহ বিভিন্ন হলে বাধা দেওয়া হয়।

শিক্ষার্থীরা ‘এক দুই তিন চার, তুমি আমি রাজাকার’, ‘তুমি নও আমি নই, রাজাকার রাজাকার’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারও বাপের না’– ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

পরে রাত দেড়টার দিকে মিছিল নিয়ে মেয়েরা নিজ নিজ হলে চলে যান। অন্য শিক্ষার্থীরাও হলে চলে যান। এর পর পরিস্থিতি শান্ত হয়। বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সমকালকে বলেন, ‘আমরা কোনো সংঘাতময় পরিস্থিতি চাই না। শান্তিপূর্ণ অবস্থা চাই। আমরা সুশৃঙ্খলভাবে নিজেদের হলে যাব।’

সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, শিক্ষার্থীদের রাজাকার বলা হয়েছে। এটা আমাদের আহত করেছে। স্বাধীন বাংলাদেশে যারা রাজাকার তাদের সবাই ঘৃণা করে। আরেক সমন্বয়ক সারজিস আলম বলেন, আন্দোলনকারীদের প্রতি অবমাননাকর বক্তব্য এসেছে। প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন।

রোববার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিরা কোটা পাবে? তা তো আমরা দিতে পারি না।’

পদত্যাগ করে চার ছাত্রলীগ নেতার ফেসবুকে পোস্ট

এদিকে অবমাননার দায় এনে ছাত্রলীগের ৪ নেতা পদত্যাগ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তারা হলেন– ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক মাছুম শাহরিয়ার, আইন অনুষদ শাখার গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান জিম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা উপসম্পাদক রাতুল আহমেদ শ্রাবণ, কবি জসীমউদ্‌দীন হল ছাত্রলীগের দুই নেতা রাসেল হোসেন ও রাফিউল ইসলাম রাফি।

মাছুম শাহরিয়ার ফেসবুকে লেখেন, ‘জীবনে অনেক পাপ করেছি। পাপের বোঝা বয়ে নিয়েও চলেছি। কিন্তু রাজাকার হয়ে ছাত্রলীগ করার পাপ বয়ে নিয়ে যেতে চাই না। আমি মাছুম শাহরিয়ার, সামাজিক অনুষদ ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক থেকে পদত্যাগ করছি। ধন্যবাদ।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় রোববার মধ্যরাতে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ক্যাম্পাস এলাকায় মোবাইলে ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে না বলেও জানান একাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ, মধ্যরাত থেকে তারা মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।

এদিকে রাতে ছাত্রলীগের মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীকে লাঠিসোটা, বাইক নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিতে দেখা যায়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। গতকাল রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে কাটা পাহাড় সড়কে এ ঘটনা ঘটে। এতে এক নারী শিক্ষার্থীসহ দু’জন আহত হয়েছেন। এর আগে ক্যাম্পাসের জিরো পয়েন্টে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এই বিক্ষোভে ‘চেয়েছিলাম ন্যায়বিচার, হয়ে গেলাম রাজাকার’সহ নানা স্লোগান দেন তারা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে শিক্ষার্থীদের মিছিলে হামলা করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :