অনলাইন ডেস্ক: ইতালির দক্ষিণ উপকূলে নৌকায় করে সাগর পাড়ি দেয়ার সময় ডুবে গিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে এবং ২৬ শিশুসহ আরও ৬৪ জন নিখোঁজ রয়েছে। উদ্ধার করা হয়েছে আরো ৫১ জনকে।
সোমবার (১৭ জুন) ইতালির দক্ষিণ উপকূলে দুটি নৌকা ডুবিতে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
এর মধ্যে লিবিয়া উপকূল থেকে ছেড়ে আসা কাঠের নৌকায় বাংলাদেশের নাগরিক থাকার তথ্য দিয়েছে জাতিসংঘের সংস্থা ইউএনএইচসিআর, ইউনিসেফ ও আওএম। তবে সেই সংখ্যা কত তা এখনও সামনে আসেনি।
লিবিয়া থেকে ছেড়ে আসা এ নৌকায় বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, সিরিয়া ও মিশরের নাগরিক রয়েছেন।
উদ্ধার হওয়া যাত্রীদের ইতালির কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার সকালে তাদের উপকূলে নিয়ে আসা হয়।
জার্মান দাতব্য সংস্থা রেসকিউশিপ এর বরাতে নৌকা ডুবির এক ঘটনায় রয়টার্স লিখেছে, ডুবতে থাকা একটি কাঠের নৌকা থেকে ৫১ জনকে উদ্ধার করা হয়, তাদের মধ্যে দুইজন অচেতন ছিলেন। নৌকাটির নিচের ডেক থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধা করা হয়।
রেসকিউশিপ পরিচালিত উদ্ধারকারী জাহাজ নাদির এ উদ্ধার অভিযান চালায়। দাতব্য সংস্থাটি জানায়, অচেতন দুইজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। উদ্ধার ব্যক্তিদের জরুরি নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা প্রয়োজন।
অন্যদিকে মৃতদেহ নিয়ে উদ্ধারকারী নৌযান নাদির ইতালির দ্বীপ ল্যাম্পেদুসার পথে রয়েছে।
Leave a Reply