অনলাইন ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে আকস্মিক বন্যায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২২ সেনা সদস্যসহ অন্তত ১০২ জন নিখোঁজ রয়েছেন। রাস্তাঘাট, সেতু ভেঙে আটকা পড়েছেন অনেক পর্যটক। খবর এনডিটিভির।
সরকারি সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, আকস্মিক এ বন্যায় ১৪টি সেতু ভেঙে পড়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় ৩ হাজারের বেশি পর্যটক আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (৫ অক্টোবর) ভোরে রাজ্যের উত্তরে লোনক হ্রদের উজানে মেঘের বিস্ফোরণে তুমুল বৃষ্টিপাত ঘটে। এতে হ্রদের পানি লাচেন উপত্যকায় তিস্তা নদীতে পড়ে।
তিস্তার পানি বেড়ে যাওয়ায় চুংথামের কাছে বাঁধ থেকে অতিরিক্ত পানি ছাড়া হয়। সেই পানির তোড়ে উত্তর সিকিমের লাচেন উপত্যকা, সিংতাম, বরদাংসহ বিভিন্ন এলাকা বন্যায় ডুবে যায়।
এতে বন্যার পানির তোড়ে উত্তরাঞ্চলের সংযোগকারী দুটি সেতু ভেসে গেছে, যা পরিবহন পরিষেবাকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১৮টি সেতু। এতে সিকিমের বিভিন্ন অঞ্চলে আটকা পড়েছেন অন্তত ৩ হাজার দেশি বিদেশি পর্যটক।
কর্মকর্তারা জানিয়েছেন, সেনাবাহিনীর কিছু যানবাহন পানিতে ডুবে গেছে। এতে নিখোঁজ রয়েছেন ২২ সেনা। নিখোঁজ হওয়া এক সেনাকে উদ্ধার করা হয়েছে।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, নিখোঁজদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। রাজ্যের অন্যান্য অংশেও উদ্ধার অভিযান চলছে। কেননা, সমস্তএলাকা প্লাবিত হয়েছে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে হাজারো মানুষ।
হিমালয় রাজ্য সিকিম বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ প্রবণ। গত বছর এ রাজ্যে ভয়াবহ বন্যায় হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়। কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছিল।
Leave a Reply