অনলাইন ডেস্ক: অসংখ্য রেকর্ডে ভরা এবারের বিশ্বকাপ ফাইনাল। শিরোপা জয়ের সাথে সাথে একের পর এক রেকর্ড করেছেন মেসি।
কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে একটি করে গোল এবং অ্যাসিস্ট করেন মেসি। তখনই ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের একটি রেকর্ড টপকে যান আর্জেন্টাইন সুপারস্টার। ১৯৬৬ আসরে অপ্টার পরিসংখ্যান চালু হওয়ার পর বিশ্বকাপের কোনো খেলোয়াড়ের পক্ষে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড এটি। আগের রেকর্ডটি ছিল পেলের।
ফুটবলের সর্বোচ্চ আসরে এই নিয়ে ১২টি গোল করলেন মেসি। ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেই পেলের রেকর্ড ছুঁয়ে ফেলেন মেসি। বিশ্বকাপে ব্রাজিলিয়ান কিংবদন্তির গোল মোট ১২টি। পেনাল্টি থেকে গোল করার পর ও আরেকটি গোলের পর মেসিরও গোল সংখ্যা মোট ১৩ টি।
সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি বিশ্বকাপের ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে গ্রুপপর্ব, শেষ ষোল, কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল এবং ফাইনালে গোল করার রেকর্ড গড়েছেন
Leave a Reply