অনলাইন ডেস্ক: বিপদের মুখ থেকে রক্ষা পেল এয়ার এশিয়ার লখনৌ-কলকাতা বিমান। রোববার লখনৌ থেকে এয়ার এশিয়ার আই৫-৩১৯ বিমানটি আকাশে উড়তেই পাখির বাড়ি খায়। এরপরই সেটি গন্তব্যের দিকে না যেয়ে লখনৌ বিমানবন্দরেই জরুরি ভিত্তিতে অবতরণ করে। বিমানটিকে পরীক্ষা করার জন্য ‘গ্রাউন্ড’ করা হয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে অবতরণের পর বিমানের যাত্রীদের নেমে যাওয়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এয়ার এশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের সকল যাত্রীরা নিরাপদে আছেন। পাখির বাড়ি খেয়ে বিমানের কোনও ক্ষতি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
গত বছর আহমেদাবাদ থেকে নয়াদিল্লি যাওয়ার আকাসা এয়ারের একটি বিমান পাখির আঘাতের পরে চেক এবং রক্ষণাবেক্ষণের জন্য গ্রাউন্ডেড হয়। বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানটি ১ হাজার ৯০০ ফুট উপরে ওঠার পর পাখি দ্বারা আঘাতপ্রাপ্ত হয়।
Leave a Reply