1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ১৬ জুন ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন

বাংলাদেশ জলবায়ু জনিত ক্ষয়ক্ষতির জন্য তহবিল চায়

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১২২ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় তহবিল প্রদানে সংযুক্ত আরব আমিরাতের সহায়তা কামনা করেছে।

তিনি বলেন, ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য তহবিলের উৎস বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং কপ-২৮-এ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ বিশেষ করে তহবিলটি সম্পূর্ণরূপে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা খুবই জরুরি।

বৃহস্পতিবার হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের শিল্প ও উন্নত প্রযুক্তিমন্ত্রী, জলবায়ু পরিবর্তনের জন্য বিশেষ দূত এবং ২৮তম কনফারেন্স অব দ্য পার্টিসের প্রেসিডেন্ট মনোনীত ড. সুলতান আহমেদ আল জাবেরের সঙ্গে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশ জলবায়ু-ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোতে জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) বাস্তবায়নের জন্য অর্থায়নে সংযুক্ত আরব আমিরাতের সহায়তা চায়। এই পরিকল্পনাগুলো জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাবগুলোর সঙ্গে খাপ খাইয়ে নিতে, জলবায়ু স্থিতিস্থাপকতা তৈরি করতে এবং দুর্বল সেক্টর এবং সম্প্রদায়গুলোকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ রোডম্যাপ হিসেবে কাজ করে। তিনি বলেন, কপ-২৮ আলোচনা প্রক্রিয়া আইটেমের সময় ন্যাপ বাস্তবায়নের জন্য উৎসর্গীকৃত সম্পদ বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।

সভায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :