1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ১৬ জুন ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন

বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যুক্ত যুক্তরাষ্ট্র:মার্কিন পররাষ্ট্র দফতর

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১৩৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে আলোচনা করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যুক্ত। বাংলাদেশের আসন্ন নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় এ জন্য দুপক্ষই একসঙ্গে কাজ করছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার মঙ্গলবার এমন মন্তব্য করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি আজরা জেয়া এবং মার্কিন প্রতিনিধি দলের বাংলাদেশ সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের একাধিক নেতা, শ্রম অধিকার কর্মী, সুশীল সমাজের নেতা ও মানবাধিকার কর্মীদের সঙ্গেও বৈঠক করেন।

আন্ডার সেক্রেটারির এসব বৈঠকে বাংলাদেশের আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার লক্ষ্য অর্জনে দুপক্ষ একসঙ্গে কাজ করার গুরুত্বের ওপর জোর দেয়। আন্ডার সেক্রেটারি সফরে সুশীল সমাজ, মানবাধিকার কর্মী, সাংবাদিক ও শ্রম অধিকার কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা এবং রোহিঙ্গা শরণার্থীদের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রয়োজনীয়তা নিয়েও আন্ডার সেক্রেটারি এই সফরে কথা বলেছেন।

আরেক প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্ব আছে বলেই ওয়াশিংটনের কর্মকর্তারা নিয়মিত দেশটি সফর করেন। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে কারণে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সরাসরি বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে যুক্ত।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :