
অনলাইন ডেস্ক: নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ৭৫ এর ১৫ ই আগস্ট যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা স্বাধীনতার ইতিহাস ও ঘোষণা পত্রকে হত্যা করেছে। বিশ্বাসের উপর ভিত্তি করে যখন একটি রাষ্ট্র গঠিত হয় তখন সে বিশ্বাসের জায়গাটি যেন অবিশ্বাসে পরিণত না হয় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ছয় দফা বাঙালি জাতির জন্য একটি ম্যাগনাকার্টা।
শুক্রবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর জীবনে কখনো আপোষ করেননি। ছয় দফা বাস্তবায়ন করেছে বাঙালি জাতি। স্বাধীনতার ঘোষণাপত্র ইশতেহার এই জায়গায় সবাইকে একত্রিত থাকতে হবে।
দিনাজপুর পুলিশ ক্লাবের সভাপতি স্বরূপ বকশী বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাকিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, দিনাজপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী, সিভিল সার্জন বোরহানুল হক চৌধুরী প্রমুখ।
Leave a Reply