মানিকগঞ্জ প্রতিনিধি: আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উদযাপন উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক দেওয়ান সাইদুর রহমানের উদ্যোগে গাছের চারা রোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে হরিরামপুর উপজেলার পদ্মা তীরবর্তী এলাকায় বট, কৃষ্ণচুরা, জারুল, মহুয়া, পলাশ, পাদাউক, হলুদ শিমুল, ট্যাবেবুইয়াসহ বিভিন্ন গাছের চারা রোপন করা হয়।
বৃক্ষরোপণকালে দেওয়ান সাইদুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একটি সবুজ সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেন। এজন্য তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন। বিশ্বায়নের এ সময়ে সবুজায়নকে গুরুত্ব দিতে হবে।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিনে আমরা হরিরামপুর উপজেলায় নানা প্রজাতির গাছের চারা রোপণ করেছি। বঙ্গবন্ধুকন্যার জন্মদিন উপলক্ষে আমরা এই বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করেছি। পুরো উপজেলায় পর্যায়ক্রমে এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে। এই কর্মসূচির পাশাপাশি সাধারণ মানুষকে পরিবেশ রক্ষায় সচেতন করে তুলতে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছি আমরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাসার সবুজ, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি বঙ্কিম চন্দ্র চক্রবর্তী, লেছড়াগঞ্জ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মো. এরশাদ আলী, বয়ড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি দেওয়ান টিপু, যুবলীগকর্মী আফজাল হোসেন, সমেজউদ্দিন মেম্বার, তারেক দেওয়ানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply